,

নবীগঞ্জে রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলা :: মারধর

আহত বিএনপি নেতা বাবুল মিয়ার অবস্থা আশংকাজনক

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলা করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার এলাকায় রেজা কিবরিয়ার নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহরে হামলা করা হয়। এসময় প্রতিপক্ষ আওয়ামীলীগ সমর্থকদের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হয়েছেন বাবুল মিয়া নামের এক বিএনপি নেতা। এ ছাড়াও এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ড. রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম ও যুবলীগ নেতা জামাল উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজা কিবরিয়া অভিযোগ করেন, ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ওরফে মিলাদ গাজীর লোকজন ও আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ পথসভায় হামলা করেছে। আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় অন্য এলাকার একজন বিএনপি নেতা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি আরও বলেন, আমি খবর পেয়েছি- ইনাতগঞ্জসহ অন্যান্য জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলার জন্য প্রস্ততি নিয়েছে। আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অবস্থায় আছি। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির জোর দাবি জানাচ্ছি। এদিকে এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন বাবুল মিয়া নামের সিলেটের এক বিএনপি নেতা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি সিলেট জেলার উসমানীনগর উপজেলার তেরহাটি গ্রামের বাসিন্দা। সেখানে বিএনপি রাজনীতির সাথে জড়িত। স্থানীয়রা জানান, আহত বাবুল মিয়া বিএনপির সক্রিয় একজন কর্মী। সম্প্রতি সিলেটের ওসমানী নগরে নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পায়ে গুলিবদ্ধ হন বিএনপি নেতা বাবুল মিয়া। ওইরাতেই বাবুল মিয়ার বাড়ি ঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। আহত অবস্থায় প্রাণভয়ে তিনি পরিবার নিয়ে নবীগঞ্জের গন্ধা গ্রামে আশ্রয় নেন। দেশে নিরাপত্তার অভাবে বাবুল মিয়া দুই ছেলে জিয়া রহমান ও ইমন আহমেদকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তও নেন। গতকাল তিনি ইনাতগঞ্জে রেজা কিবরিয়াকে শুভেচ্ছা জানাতে পথ সভায় উপস্থিত হন। এ সময় অতর্কিত হামলায় আহত হন অসুস্থ বাবুল মিয়া ও তার সাথে থাকা ছোট ছেলে ইমন আহমেদ।


     এই বিভাগের আরো খবর