,

নবীগঞ্জে তিন গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার :: তুচ্ছ ঘটনার জের ধরে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পরে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। সংর্ঘষ চলাকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা সময় যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই বাজারের ব্যবসায়ী হাজী সাইফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়ি রাখেন চালক একই ইউনিয়নের লহরজপুর গ্রামের আলতু মিয়ার ছেলে নজরুল ইসলাম। এ সময় নজরুলকে পুরানগাঁও গ্রামের আরজু মেম্বারের ছেলে নিজাম ও সাইফুর বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নজরুলের চাচাত ভাই কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েস মিয়া এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিকেল ৪টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পরে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন।

Nabiganj-emambari pic (4)

খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এমনকি পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন, (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী (৩২), নবীগঞ্জ  থানার এস আই মাজহারুল ইসলাম (৪৭), এস আই সামিউল হক (৪৯), এস আই ফিরোজ আহমেদ (৫৭), পুলিশ সদস্য মিল্টন সরকার (২১), পুলিশ সদস্য নূর উদ্দিন (২০), পুরানগাঁও গ্রামের সানি চৌধুরী (২২), টিপু চৌধুরী (২৭)।

Nabiganj-emambari pic (5)

অপরদিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, মহিবুর রহমান, একদুল মিয়া, মামুন, কায়েস মিয়া, রাজিব মিয়া, আমিনুল, বদর উদ্দিন, তৌফিক ইসলাম, আব্দুল হক, সাদিকুল, অনুদুল, জামাল মিয়া, সাদ্দাম হোসেন, মানিক মিয়া, আলতু মিয়া, আক্কাছ আলী ও রাজু। এদিকে, ডিবি পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে ১০ দাঙ্গাবাজকে আটক করেছে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাত রাউন্ড রাবার বুলেট নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়।


     এই বিভাগের আরো খবর