,

শূন্য জীবন- এ চিত্রনায়িকা মৌসুমী

সময় ডেস্ক ॥ ধারাবাহিক নাটক ‘শূণ্য জীবন’ এ, দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা’র গল্প অবলম্বণে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী-বিন-আশরাফ। এখানে মৌসুমী একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এ ধারাবাহিকে অভিনয় সম্পর্কে মৌসুমী বলেন, আমি এযাবত যত নাটকে অভিনয় করেছি, নাটকের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু কনা রেজা’র এক অসাধারণ গল্পের ‘শূণ্য জীবন’ ধারাবাহিকেই প্রথম চিত্রনায়িকা মৌসুমী হিসেবে অভিনয় করছি। সত্যি বিষয়টা আমার কাছে অনেক আনন্দের। এই ধারাবাহিকের গল্পটি মূলত চারটি তরুণকে নিয়ে। দেশের ভিন্ন ভিন্ন স্থান থেকে ঢাকা শহরে আসে তাদের স্বপ্নপূরণের উদ্দেশ্যে। চারজনই শিক্ষিত বেকার যুবক। তাদের স্বপ্নপূরণের পথে অনেক বাধা এসে দাঁড়ায়। তাদের দৃঢ় মনোবল স্বপ্নপূরণের বাধাগুলোকে অতিক্রম করতে একসময় দেখা যাবে, সেই চারজনই একসাথে বন্ধু হয়ে যায়। তারা একটি শুটিং হাউস নির্মাণের উদ্যোগ নেয়। যার নাম দেয়া হয় চার বন্ধু লুৎফর, ইমরান, ফুল এবং ইমনের নামের প্রথম অক্ষর দিয়ে নামকরণ খরভব। এই শুটিং হাউসের বিভিন্ন মজার কাহিনী দেখা যাবে এ নাটকে। এ নাটকের অভিনয় শিল্পীরা হলেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, কচি খন্দকার, ড. ইনামূল হক, নূর-এ-আলম নয়ন, ম.ম. মোর্শেদ, মাসুদ মহিউদ্দীন, অয়ন চৌধুরী, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়িকা মৌসুমী। ধারাবাহিকটি প্রচার হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭.৫০ মিনিটে। মৌসুমী অভিনীত পর্বগুলোর প্রচার শীঘ্রই শুরু হবে।


     এই বিভাগের আরো খবর