,

লন্ডনে পলাতক বুদ্ধিজীবি হত্যার অন্যতম নায়ক চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর দাবী

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে :: দেশের ন্যায় লন্ডনেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ডিসেম্বর সন্ধ্যা ছয় ঘটিকায় ইষ্টলন্ডনের আলতাব পার্কের শহীদ মিনারে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা, উদিচী শিল্পিগোষ্টী, যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ও গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্য শাখা যৌথভাবে আলোচনা মোমবাতি প্রজ্জবলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরন করেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই বিভিন্ন সংগঠনের সদস্যরা  ব্যানার ফেষ্টুন হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমবেত হন।

একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল খানের সঞ্চালনায়  অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা লন্ডনে পালিয়ে থাকা ফাাঁসির দন্ডপ্রাপ্ত বুদ্ধিজীবি হত্যার অন্যতম নায়ক চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান, সেই সাথে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সন্তানদের ভোট না দিতে দেশবাসীর প্রতি আহবান জানান। বক্তারা বলেন দখলদার পাকিস্তান বাহিনী ও তাদের দোষর আলবদর রাজাকাররা একটা জাতিকে মেধাশূন্য করতে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে স্বাধীনতা ঠিক আগমূহুর্তে জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যা করে,এই বুদ্ধিজীব হত্যার অন্যতম পরিকল্পনা কারি ছিল লন্ডনে পালিয়ে থাকা আলবদর কমান্ডার চৌধুরী মইনুদ্দিন। বক্তরা বাংলাদেশে চৌধুরী মইনুদ্দিনের প্রতিষ্টিত চ্যারিটি সংগঠন মুসলিম এইডের কার্যক্রম বন্ধের দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, ঘাতক-দালাল নিমূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আহবাব হোসেন, বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মইন কাদরি,যুদ্ধাপরাধ বিচার মঞ্চের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, গণজাগরণ শঞ্চের মুখপাত্র অজয়ন্তা দেব রায়, উদীচীর প্রেসিডেন্ট হারুন রশিদ,  যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনেয়ারা মতিন, মুক্তিযোদ্ধা মিফতা ইসলাম, ঘাতক দালাল নির্মুল কমিটির পক্ষে রুবি, হক, স্মৃতি আজাদ, আমিনা আলী, নারী নেত্রী ইয়াসমিন সুলতানা পলিন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর