,

লাখাইকে বদলে দেয়ার অঙ্গীকার এমপি আবু জাহিরের

স্টাফ রিপোর্টার :: এমমি আবু জাহির বলেছেন, লাখাই উপজেলার একমাত্র কলেজকে সরকারিকরণ করা হয়েছে। আরো কলেজ প্রতিষ্ঠা করেছি। বলভদ্র সেতু চালু হয়েছে। এখন চলছে দেড়শ’ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ। ব্রাহ্মনবাড়িয়া অংশে এখনও টেন্ডার হয়নি। কিন্তু আমি হবিগঞ্জ অংশে কাজ শুরু করিয়েছি। কাজ চলমান থাকায় জনগণের কষ্ট ও দুর্ভোগ হচ্ছে। এই কষ্ট আর থাকবে না। দ্রæত রাস্তার কাজ শেষ করা হবে। নতুন নতুন ব্রীজ কালভার্ট করা হচ্ছে। গভীর হাওরে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। রাস্তাঘাট পাকাকরণ করা হয়েছে। কিন্তু এখানেই আমার কাজ শেষ নয়। উন্নয়নের মাধ্যমে লাখাইকে বদলে দিতে চাই। কারণ এই লাখাই বারবার নৌকাকে বিজয়ী করেছে। নৌকার প্রতি তাদের ভালবাসার ঋণ শোধ করতেই আমাকে কাজ করতে হবে। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের কামালপুর, শিবপুর, লাখাই বাজার, বটতলা বাজার এবং কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে পৃথক সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার নানা শ্রেণি-পেশার হাজারো জনতার ঢল নামে। পৃথক আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এড. মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, আওয়ামীলীগ নেতা শরীফ উদ্দিন তালুকদার, জ্যোতিষ পাল, অমরেন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ফারুক আহমেদ, মুর্শেদ কামাল, জেলা যুবলীগ নেতা ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, সাবেক মেম্বার সোয়াব মিয়া, বর্তমান মেম্বার আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন, নিতাই দাশ, কাজী ফেরদৌস, সাবেক মেম্বার রুকন উদ্দিন, সাবেক মেম্বার ফজলু মিয়া, হাজী মোবারক, হাজী ফেরদৌস, তোফাজ্জুল হক, হালিম চৌধুরী, আলমগীর আলম মাহফুজ, এনায়েত হোসেন, ফজলু মিয়া, আইয়ুব রেজা মেম্বার, সামছুল হক ও সোহাগ আলী, সাবেক মেম্বার মহিবুর রহমান, সাহেদ আলী ও হাজী ফুল মিয়া, মোঃ ধনু মিয়া, মনাই মিয়া, সাবেক মেম্বার জামাল উদ্দিন তালুকদার, বর্তমান মেম্বার বাহার উদ্দিন, নিরঞ্জন দাশ, সাবেক মেম্বার মনিরুজ্জামান, সাবেক মেম্বার সুনীল দাশ, প্রভাত রায়, বাবলু রায়, সাবেক মেম্বার মনিন্দ্র দাশ, সাবেক মেম্বার মাধব লাল দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ তালুকদার, সাধারণ সম্পাদক বাবলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি পেশার লোকজন।


     এই বিভাগের আরো খবর