,

রানীগঞ্জ বাজারে কাঁদাযুক্ত পানি জমে জনসাধারনের চলাচলে সিমাহীন দূর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে একটু বৃষ্টি হলে কাঁদাযুক্ত পানি জমে শিক্ষার্থী সহ ক্রেতা বিক্রেতা ও জনসাধারনের চলাচলে সিমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। যে কোন সময় অল্প বৃষ্টি হলেই রানীগঞ্জ বাজারের প্রধান গলি সমূহের রাস্তা এভাবেই কাঁদা জমে একাকার হয়ে যায়।  বাজারবাসীর সাথে আলাপ করে জানা যায়, রানীগঞ্জ পূর্ব বাজারের রাস্তায় যে সময় কাজ করানো হয়। সে সময় যে ড্রেইন ছিল রাস্তার কাজের পর মাটির নিচে চলে যায়। রাস্তার কাজ করানো আগে ড্রেইনের কাজ করার কথা ছিল। কিন্তু রাস্তা হয়ে যাওয়ার পর পূর্ব বাজারের ব্যবসায়ীরা ড্রেইন করার দাবি জানান। ড্রেইন করার জন্য উদ্যোগ নেওয়া হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয় নাই। যে কোন সময় অল্প বৃষ্টিতে পূর্ব বাজারের প্রধান গলি কাঁদা যুক্ত রাস্তা দিয়ে ব্যবসায়ী সহ এলাকার জন সাধারনকে বাধ্য হয়ে চলাচল করতে হয়। পানি প্রায় প্রণালী নিস্কাশনের ব্যাবস্থায় না থাকায় সামান্ন বৃষ্টি হলেই আবর্জনা ও কাঁদায় গলি সমূহ সয়লাব হয়ে যায়। বাজারবাসীরা আরো জানান, বাজারের গলির পানি নিস্কাশনের জন্য স্থায়ী ড্রেইন নিমার্ণের প্রয়োজন। জনদূভোগ লাগবে এ ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা নেওয়া জন্য আহবান জানিয়েছেন। এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সালেহ আহমদ বলেন, আমাদের জানামতে বাজার উন্নয়ন ফান্ডের টাকা চেয়ারম্যান সাহেব এর কাছে থাকে। উন্নয়নের ফান্ডের টাকা দিয়ে যে জায়গায় কাজ করার কথা নায় সেখানে কাজ করাচ্ছেন। কিন্তু বাজারের আয়না যে রাস্তা সুনামগঞ্জ জেলার জনগন এ রাস্তা দিয়ে চলাচল করে। সে রাস্তার ড্রেইনের কাজ করা জরুরী ছিল আজও সে ড্রেইনের কাজ করানো হয় নাই। আমরা বাজারবাসী আশাকরি অচিরেই এ রোডের ড্রেইন এর কাজ করানো হবে।


     এই বিভাগের আরো খবর