,

হবিগঞ্জ ১ আসনে প্রচারনায় আওয়ামীলীগের প্রার্থী এগিয়ে

শাহ সুলতান আহমেদ :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী আমেজ ততই ঘুরপাক খাচ্চে। কিন্তু বিগত দিনে এমন হয়নি। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে  আওয়ামীলীগ, বিএনপিসহ (ঐক্যফ্রন্ট) ও জাতীয় পার্টির প্রার্থীগণ মাঠে রয়েছেন। ০৩ জন প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। সপ্তাহ দিন পূর্বে সচেতন মহল মনে করছিলেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগের প্রার্থী নির্বাচনে জয় ছিনিয়ে নিবে। কিন্তু এখন ব্যতিক্রম হচ্ছে। সপ্তাহ দিন পূর্বে আওয়ামীলীগের প্রার্থী গাজী শাহনওয়াজ মিলাদ গাজীই একা মাঠে ছিলেন। কিন্তু দুই-তিন যাবত মাঠে নতুন করে আবির্ভুত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক, ঐক্যফ্রন্টের (বিএনপির) প্রার্থী ড.রেজা কিবরিয়া। তারা ও দিনরাতে বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে করে ভোটারদের মনে নতুন আমেজ সৃষ্টি হয়েছে। এখন অনেকে মনে করেন নির্বাচনের জয় ছিনিয়ে নিতে প্রার্থীগণ কঠোর পরিশ্রম করতে হবে। যার কারণে ত্রিমুখী লড়াই চলছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহবল) আসনে। ঐক্যফ্রন্টের প্রার্থী পুর্বে কোন ঘোষনা না করলে ও গণসংযোগ ও গণ-প্রচারনায় কৌশলী হচ্ছেন। তিনি এক ঘন্টার মধ্যে দলের নেতাদের ম্যাসেজ দিয়ে বিভিন্ন এলাকায় প্রচারনায় যাচ্ছেন। আর আওয়ামীলীগের প্রার্থী গাজী শাহনওয়াজ মিলাদ গাজী সর্বক্ষনই মাঠে ময়দানে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিচরণ করছেন। অনেকে মনে করেন প্রচারনায় শীর্ষে রয়েছেন তিনি। আর জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক যদি ও  আসনে বাসিন্দা নন, তবু তিনি বিভিন্ন কৌশলে জাতীয় প্রার্থীর নেতাকর্মীদের সাথে রাখার চেষ্টা করছেন। সব দিক মিলিয়ে ওই আসনে এখনো প্রচার-প্রচারনায় আওয়ামীলীগের প্রার্থী গাজী শাহনওয়াজ মিলাদ গাজী এগিয়ে রয়েছেন।


     এই বিভাগের আরো খবর