,

দারিদ্র্যতার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না সুবিনয়

স্টাফ রিপোর্টার :: ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় সর্বশান্ত। সহায়-সম্পত্তি সবকিছু শেষ হয় আছে শুধু একটি মাটির ঘর। গৃহিনী মা কোনভাবে সংসারের ঘানি টানছেন। এরই মাঝে ছেলে সুযোগ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। এই খবর পিতা মাতাকে আনন্দিত করলেও পরক্ষণেই নেমে আসে বিষাদের ছায়া। কারণ ভর্তি করা এবং লেখাপড়া চালানোর মত কোনও আর্থিক অবস্থা নেই তাদের। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সেখানে পড়ালেখার স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের সুবিনয় দেবনাথকে। তার পিতা সন্তোষ দেবনাথ এক সময় দর্জির কাজ করতেন। ৬ মাস যাবৎ ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হওয়ায় তিনি আর কোনও কাজ করতে পারছেন না। বরং সহায়-সম্পত্তি সবকিছু দিয়ে চিকিৎসা করানো হয়েছে। মা সুমিতা দেবনাথ ছেলেকে শুধু শান্তনা দিচ্ছেন, আর বলছেন- বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হবে। এখানেই কলেজে লেখাপড়া চালিয়ে যাও। এত টাকা সংগ্রহ করা আমাদের পক্ষে অসম্ভব। সুবিনয় জানায়, ভর্তি হওয়ার জন্য তার ২০ হাজার টাকা প্রয়োজন। পরবর্তীতে আরও খরচের প্রয়োজন রয়েছে। এত টাকা সংগ্রহ না হলে তার শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এ ব্যাপারে সে সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছে। সুবিনয়ের মোবাইল নং-০১৭৭২-০০৬৮৩২। সুবিনয় সরকারি বৃন্দাবন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পায়। পিএসসি-জেএসসিতেও সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।


     এই বিভাগের আরো খবর