,

নবীগঞ্জে দোকান বন্ধ করে যাওয়ার সময় ব্যবসায়ীর ভাগনাকে মারপিট করে টাকা ও জিনিসপত্র ছিনতাই । গ্রেফতার ১

সংবাদদাতা :: নবীগঞ্জে এক ব্যবসায়ীর ভাগনাকে মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে একদলভুক্ত লোক। এ ব্যাপারে ব্যবসায়ী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে থানা পুলিশ মামলার আসামী রুবেল মিয়া (১৯) কে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার সুত্রে প্রকাশ, ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ ফিরোজ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় ফুলতলী বাজারে। গত ১৮ই ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ফিরোজ মিয়ার ভাগনা শাহ নওয়াজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা ও অন্যান্য দিনের বিক্রির পাওনা টাকাসহ ১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল। সে সাতাইহাল গ্রামের কামাল আহমেদ এর বাড়ির পোল্টি খামারের পূর্ব দিকে তে-মূখী রাস্তার পৌছা মাত্রই পূর্ব শত্রæতার জের নিয়ে সাতাইহাল গ্রামের আব্দুল হাকিমের পুত্র সৌরব মিয়া, ফুল মিয়ার পুত্র আল-আমীন, রুবেল মিয়াসহ আরো অজ্ঞাত ৩/৪ লোকজন ব্যবসায়ীর ভাগনা শাহ নওয়াজকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে সাথে থাকা উল্লেখিত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবশেষে ব্যবসায়ী ফিরোজ মিয়া নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত বুধবার রাতে গোফলার বাজার পুলিশ ফাঁড়ির এস.আই কাওছার মাহমুদ তোরণের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩নং আসামী সাতাইহাল গ্রামের রুবেল মিয়াকে গ্রেফতার করেন। পরে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর