,

চুনারুঘাটে মিলারদের নিকট হতে আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু

চুনারুঘাট প্রতিনিধি :: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই ¯েøাগানকে সামনে রেখে চুনারুঘাটে আমন মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় পৌর শহরের নতুন বাজারে  উপজেলার এলএসডি খাদ্যগুদামে মিলাদের নিকট থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃদাঃ) মোঃ আবুল হোসেন, চুনারুঘাট এলএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বেনু গোপাল দাস, পরিদর্শক প্রতাপ সরকার, মিলার মসকুদ মিয়া এবং আগত মিলারগন ও কৃষকগন। খাদ্য অধিদপ্তরে চলতি ২০১৮-২০১৯ আমন মৌসুমে চুনারুঘাট উপজেলায় চুক্তিবদ্ধ মিলারদের নিকট হতে আমন চাল সংগ্রহ আগামী ফেব্রæয়ারী মাস পর্যন্ত চলবে। বর্তমান সরকার খাদ্যের সয়ংসম্পন্ন করতে মিলারদের কাছ থেকে আমন মৌমুসে চাল সংগ্রহ করে তা পূরণ করবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আমন চাল সংগ্রহের কাজ শুরু করে সরকার।


     এই বিভাগের আরো খবর