,

কথিত মাজারের ভূমি রক্ষার জের নিয়ে নবীগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলায় কথিত মাজারের ভূমির জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। সুত্রে প্রকাশ, ওই গ্রামের মৃত বশির মিয়ার পুত্র মোঃ আনছার মিয়ার সাথে একই গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ দেওয়ান মিয়ার মধ্যে কথিত মাজারের ভূমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ভ‚মিতে মাটি ভরাট করতে যায় আনছার মিয়ার ভাই মোঃ আল-আমীন। এতে বাঁধা দেয় দেওয়ান আলী। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কিছুতেই কেউ কাউকে ছাড় দিতে চায়নি। অবশেষে তাদের দুইপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এতে আহত হয়েছেন মৃত বশির মিয়ার পুত্র মোঃ আল-আমীন (২৫) তার ভাই আনছার মিয়া (৪৫) একই গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ সাহেব আলী (২১) ও তার ভাই মোঃ দেওয়ান আলী (২৮) পরে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পক্ষ-বিপক্ষের মধ্যে মামলার প্রস্তÍতি চলছে এবং উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা রয়েছে।


     এই বিভাগের আরো খবর