,

ঢাকা-সিলেট রেল লাইনের পাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা

মোহা. অলিদ মিয়া :: ঢাকা সিলেট রেল লাইনের মাধবপুরে রেলের পাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘ ৪ ঘন্টা পর রেল লাইন মেরামত হওয়া রেল চলাচল স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর রেল ষ্টেশনের দক্ষিনে দুর্বৃত্তদের রাতের কোন এক সময়ে বড় ধরনের নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে রেল লাইনের ২২ ইঞ্চি পাত কেটে নিয়ে গেছে। নয়াপাড়া রেল ষ্টেশনের মাস্টার আবু সাঈদ জানান আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি ওই কাটা অংশ সকাল ৭:৪৫ মিনিটে অতিক্রম করলে ওই ট্রেনের চালক বিষয়টি আমাদেরকে জানান। এর পর ওই লাইনে চলাচলকারী ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। ঘটনার খরব পেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ও অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ ঘটনা স্থল পরিদর্শন করেন। রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ ৪ ঘন্টা পর অর্থাৎ দুপুর ১টায় রেল লাইন মেরামত করে স্বাভাবিক করে দেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানান- এটি নাশকতার একটি অংশ। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন জেলায় শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যে যারাই এ কাজ করেছে আইন শৃংখলাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে।


     এই বিভাগের আরো খবর