,

নবীগঞ্জে রেজা কিবরিয়ার বাড়িতে এজাহারভুক্ত আসামির খোঁজে তল্লাশি চালিয়ে জনরোষে পুলিশ

মাইকে অপ-প্রচার করে লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর অবস্থান । পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার :: এজাহারভুক্ত আসামির খোঁজে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাফ গ্রামস্থ তার নিজ বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়। এ সময় রেজা কিবরিয়ার লোকজন কর্তৃক গ্রামের মসজিদের মাইকে মাইকিং করে লাঠিসোটা নিয়ে এগিয়ে আসার আহবান জানালে গ্রামের প্রায় শতাধীক লোকজন তাৎক্ষনিকভাবে লাঠিসোটা নিয়ে রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান নেন। গ্রামবাসীর এমন অবস্থান দেখে পুলিশ বাড়ি থেকে দ্রæত ত্যাগ করে পাশের গোপলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ইনাতগঞ্জের বান্দেরবাজার এলাকায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর হামলার অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় রেজা কিবরিয়ার সমর্থকদের বিরুদ্ধে। রেজা কিবরিয়ার বাড়িতে ওই মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

Nabiganj Reza House (1)

তল্লাশির সময় রেজা কিবরিয়ার লোকজন কর্তৃক মসজিদের মাইকে মাইকিং করে রেজা কিবরিয়ার বাসায় পুলিশ অভিযান চালিয়েছে, এ সময় গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে দ্রæত এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। মাইকিং শুনে গ্রামের শতশত লোকজন লাঠিসোঁটা নিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে পুলিশ দ্রæত স্থান ত্যাগ করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সামছুল ইসলাম বলেন, ড. রেজা কিবরিয়ার বাড়িতে এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু অবস্থান করছেন এমন খবরে পুলিশ অভিযান চালায়। তখন মাইকে অপ-প্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। পরে আসামি না পেয়ে আমরা চলে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে, ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় ও স্ট্যাটাস দিয়ে তিনি জানান, তার বাসায় পুলিশ হামলা চালিয়েছে। তল্লাশি চলাকালে মাইকে যে ঘোষণা দেওয়া হয় সেটা ফেসবুকে আপলোড করা হয়। তল্লাশি চলাকালে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ছিলেন তিনি। ড. রেজা কিবরিয়া বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ তল্লাশি চালানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর