,

৭৪ হাজার ভোটের ব্যবধানে হেরে গেলেন রেজা কিবরিয়া, বিপুল ভোটে জয়ী মিলাদ গাজী

হবিগঞ্জের ৪ আসনেই আওয়ামীলীগের জয়

মতিউর রহমান মুন্না :: টানা কয়েক দিন নিবার্চনী হাওয়ায় গরম ছিল এলাকার জনপদ। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রেখে গতকাল রোববার সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার ৪টি আসনে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। এতে নিরাপত্তা রায় বিভিন্ন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিকে ৮৫ হাজার ৮৯৭ ভোট পেয়ে হেরেছেন। লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩ হাজার ৮৩৮ ভোট। নবীগঞ্জ উপজেলায় ১১৫টি ভোট কেন্দ্র ও বাহুবল উপজেলা ৬১টি ভোট কেন্দ্রে আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৯। এ আসনটিতে প্রার্থী ছিলেন ৭ জন। মিলাদ গাজী নির্বাচনী এলাকায় তৃণমূলে সু-পরিচিত তিনবারের জনপ্রিয় সংসদ সদস্য সিলেট বিভাগ আওয়ামী লীগের ফাউন্ডার খ্যাত প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর তনয়। তার নিকটতম প্রার্থী রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার তনয়। স্থানীয়রা জানান, গতকাল রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়াও নবীগঞ্জ উপজেলায় বাসদের চৌধুরী ফয়ছল সোয়েব (মই) পেয়েছেন ২৩১ ভোট। কৃষক শ্রমিক জনতালীগের অ্যাডভোকেট নুরুল হক (গামছা) পেয়েছেন ১২৭ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু হানিফ (হাতপাখা) পেয়েছেন ৫৮৯ ভোট। ইসলামী ঐক্যফ্রন্ট প্রার্থী আলহাজ্ব হাফেজ জোবায়ের আহমেদ (মোমবাতি) পেয়েছেন ১৪৪ ভোট।
বিঃদ্রঃ হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ উপজেলায়) প্রার্থীদের প্রাপ্ত ভোটের তালিকা হবিগঞ্জ সময়ের শেষ প্রষ্টায় প্রকাশ করা হয়েছে।
হবিগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের আবদুল মজিদ খান। তিনি পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬০ হাজার ৫২ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৯শ ৭৮ জন। মোট কেন্দ্র ছিলো ১৪৯টি।
হবিগঞ্জ-৩ আসনে এক লাখ ৯৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত আওয়ামী লীগের আবু জাহির। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয় ঐক্যফন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ’ ৬৩ জন। মোট কেন্দ্র ছিলো ১৩১টি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।
হবিগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৯ হাজার ৬৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী আওয়ামী লীগের মাহবুব আলী। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির পেয়েছেন ৪৫ হাজার ১শ’ ৫১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ২শ ৮৪ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ১৭৭টি।


     এই বিভাগের আরো খবর