,

পুনঃভোটের দাবি নাকচ করলেন সিইসি নুরুল হুদা

সময় ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট। এ কথা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃভোটের দাবি নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট গ্রহণপরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট পুনঃনির্বাচনের যে দাবি করেছে, সে সম্পর্কে সিইসি বলেন, তারা আর নতুনভাবে নির্বাচন করবেন না। নতুন করে নির্বাচনের সুযোগ নেই। গণমাধ্যম, টেলিভিশন ও পত্রপত্রিকায় তারা দেখেছেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। এখনও কোনো অনিয়মের অভিযোগ আসেনি ইসিতে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, লিখিত অভিযোগ দিলেও গেজেট প্রকাশের ক্ষেত্রে তা প্রতিবন্ধক হবে না। কয়েক দিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। নূরুল হুদা বলেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশের মতো মানুষ ভোট দিয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হয়েছে। অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল স্থগিত রাখা হয়েছে। সব দলের দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সে জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, নির্বাচনের দিন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান বিষয়ে সিইসি বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, গণনায় তারই প্রতিফলন ঘটেছে। ভোটের আগের রাতে ১০০টি কেন্দ্রে ভোট নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা সম্পূর্ণ অসত্য কথা। নির্বাচনের অনিয়মে আপনারা লজ্জিত, না সন্তুষ্ট- এমন প্রশ্নে সিইসি বলেন, তারা লজ্জিত নন। কে এম নূরুল হুদা বলেন, নির্বাচন নিয়ে তার কাছে কেউই অসন্তোষ জানাননি। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছেও নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। নতুন সরকার দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে তিনি আশা করেন।


     এই বিভাগের আরো খবর