,

মাদারল্যান্ড আইডিয়াল স্কুলে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ

সংবাদদাতা ॥ প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে দেশের সর্বত্র বই উৎসব ও কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্ট সংলগ্ন আলী ম্যানশনে মাদারল্যান্ড আইডিয়াল স্কুলে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মাদারল্যান্ড আইডিয়াল স্কুল এর পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাওছার আহমদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুবেল রায়ের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিড রাইটার বিভূ আচার্য্য, বাউসা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক লিটন, দক্ষীণগাঁও ইনামবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুহিন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী, আলী ম্যানশনের স্বত্তাধিকারী গুলজার আহমদ, হাফেজ জামিল আহমদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সহকারি শিক্ষক সুরভী আক্তার, জবা বেগম, ইয়াছমিন বেগম, মুহিবুর রহমান, সুলেখা বেগম, তারিফা আক্তার ও নিলুফা বেগম। এতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশের শিক্ষির্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এক সময় পাঠ্যপুস্তকের মুদ্রণজনিত বিলম্বতা ও নানান কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতো বছর শুরুর অনেক পরে। ফলে বিদ্যালয় গামি ছাত্র ছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটতো, পড়ায় উৎসাহ হারাতো ছেলে মেয়েরা, হতো ভোগান্তির শিকার। অনেক গরীব অসহায় ছেলে মেয়ে সময়ে বই হাতে না পেয়ে পড়াশোনা থেকে ঝরে পড়তো অকালে। বছরের শুরুতে বই নিয়ে শিক্ষার্থীদের এই ভোগান্তির কথা উপলব্ধি করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিরসন করে ২০০৯ সাল থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।


     এই বিভাগের আরো খবর