,

হবিগঞ্জে বাদী-বিবাদীর সংঘর্ষে আহত ২৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামে বাদী বিবাদীর সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাজিদুর রহমান, রমিজ মিয়া, হাসিনা বেগম, শামছুন্নেহার, গউছ মিয়া, সাইফুল ইসলাম, আলামিন, কদ্দুছ মিয়া, মনোয়ারা ও নার্গিসকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কদ্দুছকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা জানায়, ওই গ্রামের মহিব উল্লার সাথে রমিজ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। গত বৃহস্পতিবার রমিজ আলীর পক্ষের মামলায় আসামী মহিব উল্লা ও বাচ্চু মিয়াকে এডভোকেট ফারুকুর রহমান ও তার সহকারী শিক্ষানবীশ আইনজীবি পলাশ দাস আদালতে হাজির করলে আদালত মহিব উল্লা ও বাচ্চু মিয়াকে কারাগারে প্রেরণ করে। এই সুযোগে গতকাল ওই সময় সাজিদুর রহমান, সাইফুল ইসলামসহ একদল লোক মহিব উল্লার বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর