,

মাননীয় জননেত্রী শেখ হাসিনা বরাররে খোলাচিঠি, দলীল লিখদের প্রতি সুনজর দেয়ার দাবী দলীল লিখকরা ভাতা ও পেনশনের দাবীদার

আমি একজন দলীল লিখক। দীর্ঘদিনধার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সাবরেজিষ্ট্রার অফিসে দলীল লিখকের কাজ করে আসছি। ছেলে-মেয়ে স্ত্রীসহ বহু কষ্ট করে দিনাতীপাত করছি। সারা বাংলাদেশে বিভিন্ন সাবরেজিষ্ট্রার অফিসে বহু দলীল লিখক কাজ করে আসছেন এবং প্রতি বৎসর সরকার বাহাদুর বরারবরে কোটি কোটি টাকা জমে করে যাচ্ছি আমরা দলীল লিখকগণ। অথচ বাংলাদেশের সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‌্যাবসহ সকল আইনশৃংখলা রক্ষা বাহিনী ও সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সুনজর থাকায় তাদের বেতন ভাতা বেড়েছে। দেশ স্বাধীনকালীন মুক্তিযোদ্ধা, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃকালীনসহ অন্যান্যরা ভাতা পেয়ে যাচ্ছেন। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর পড়েনি দলীল লিখদের উপর। ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। যে আওয়ামীলীগকে বারবার বাংলাদেশের আপামোর জনতা নির্বাচিত করছে। ২০১৮ সালে ২৫৯টি আসনে সংখ্যাগরষ্টিতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আমি একজন দলীল লিখক হিসেবে আশাবাদি আমাদের দাবী মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীল লিখকদের ভাতা ও পেনশন এর সুব্যবস্থা করে দিবেন।
তোফাজ্জল হোসেন
সাংবাদিক ও দলীল লিখক
নবীগঞ্জ, হবিগঞ্জ।
মোবা; ০১৭৩২-১৪৬৩৫৪


     এই বিভাগের আরো খবর