,

জাতীয় পার্টিতে গৃহবিবাদ তুঙ্গে বহিষ্কার হচ্ছেন ববি হাজ্জাজ

সময় ডেস্ক ॥ জাতীয় পার্টিতে (জাপা) গৃহবিবাদ এখন তুঙ্গে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিবাদে জড়িয়ে পড়েছে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব। বিগত ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জাপায় নতুন করে গৃহবিবাদ শুরু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদে গতকাল শনিবার সকালে এরশাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নিজেকে প্রার্থী ঘোষণা করেন এরশাদেরই বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের এমন ঘোষণায় জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের একাংশ তাকে দল থেকে বহিষ্কারের জন্য উঠে-পড়ে লেগেছে। যেকোনো সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি হাজ্জাজকে এরশাদের বিশেষ উপদেষ্টার পদ থেকে অপসারণ করা হতে পারে। এমনটিই জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে ববি হাজ্জাজের পক্ষে অবস্থান নিয়েছেন ৫ জানুয়ারি নির্বাচন বর্জনকারী জাতীয় পার্টির নেতারা। নির্বাচন বর্জনকারী জাপা নেতাদের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং এরশাদের ছোটভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। জিএম কাদেরের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ। এদিকে ববি হাজ্জাজের নিজেকে মেয়র প্রার্থী ঘোষণার পর পরই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ববি হাজ্জাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ববি হাজ্জাজ দলের প্রার্থী ঘোষণার পর নিজেকে প্রার্থী ঘোষণা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে পার্টির চেয়ারম্যান অবশ্যই ব্যবস্থা নিবেন।’ এদিকে ইতোমধ্যে এরশাদের বনানী কার্যালয়ে ববির নির্ধারিত কক্ষ থেকে ববি হাজ্জাজের নেম প্লেট সরিয়ে ফেলা হয়েছে। এ নিয়ে জাতীয় পার্টিতে গৃহবিবাদ এখন তুঙ্গে। গতকাল শনিবার দুপুরে ববি হাজ্জাজ বনানীতে তার নিজের অফিসে সংবাদ সম্মেলন করে নিজেকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেন। এদিকে পার্টির এ গৃহবিবাদ না মিটিয়েই এরশাদ চলে যাচ্ছেন দেশের বাইরে। চিকিৎসার জন্য এরশাদ ২৩ মার্চ সিঙ্গাপুরে যাচ্ছেন। তিনি ২৮ মার্চ দেশে ফিরবেন। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বলেন, ‘স্যার, ২৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। ২৮ মার্চ দেশে ফিরবেন।’ আর ববির প্রার্থিতা ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘এটা স্যার দেখবেন।’ এ বিষয়ে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেন, ‘আমি তো সাংবাদিকদের পরিষ্কারভাবে বলেছি, আমি একান্তই ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এও বলেছি, আমি পার্টিতে দ্বন্দ্ব বা বিভেদ চাই না। আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে আজকে যারা ছিলেন তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে তো একটা ব্যক্তি পরিচয়ও রয়েছে। সেই হিসেবে তারা আমার সঙ্গে এসেছিলেন। আশা করি, এবারের নির্বাচনে ঢাকাবাসীর সুচিন্তিত রায় আমার পক্ষে আসবে।’ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বলেন, ‘যেখানে পার্টির চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরে একজনকে প্রার্থী ঘোষণা করেছেন, সেখানে স্যারের সিদ্ধান্তের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। কেউ নিজেকে প্রার্থী ঘোষণা করলে অবশ্যই তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থাও নেওয়া হবে।’

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘তার (ববি হাজ্জাজ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘সকালে একজন (ববি হাজ্জাজ) নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। আমাকে না জানিয়েই তিনি প্রার্থী হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলের নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের মধ্যেও বিভাজন রয়েছে।


     এই বিভাগের আরো খবর