,

চুনারুঘাটে অবৈধ ইটভাটা নির্মানের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ পরিবেশ ও কৃষি জমি হুমকির মুখে

নুর উদ্দিন সুমন ॥  চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর ও সুন্দরপুর গ্রামে বসবাসরত ধান্য জমিতে ২টি অবৈধ ব্রিকফিল্ড স্থাপনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে বণ ও পরিবেশ মন্ত্রনালয়ে এলাকাবাসি অভিযোগ দায়ের করেছেন।  স্থানীয় এলাকাবাসি গণসাক্ষরিত অভিযোগটি পরিবেশ ও বণ মন্ত্রনালয়ে দায়ের করিলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলাধীন ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর ও সুন্দরপুর  গ্রামে কয়েকজন বহিরাগত লোক ২টি অবৈধ ব্রিকফিল্ড স্থাপন করিতেছে। যাহা শিক্ষা প্রতিষ্ঠানসহ পরিবেশ ও কৃষি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। এলাকার জন্য খুবই ক্ষতিকর উক্ত ব্রিকফিল্ড স্থাপনার অতি নিকটে রয়েছে ঘর বাড়ি দোকান পাঠ, ররেয়ছে ইউয়িন একটি হাসপাতাল, ২টি মাদ্রাসা, ২টি প্রাইমারী স্কুল, এবং একটি হাইস্কুল, ফসলাদি জমিসহ চর্তুর পাশে জনবসতি। এমতাবস্থায় এলাকার সাধারণ মানুষ রয়েছেন পরিবেশ হুমকির মুখে। অভিযোগ রয়েছে বহিরাগত লোকজন স্থানীয় কিছু স্বার্থনেস্বীদেরকে ম্যানেজ করে তারা ব্রিক ফিল্ড স্থাপন করছেন। যদিও পরিবেশ আইনের নিয়ম অনুযায়ী জনবসতি স্কুল মাদ্রাসারস প্রায় ০৩ কিলোমিটার এর মধ্যে কোন ব্রিকফিল্ড স্থাপনের বিধান নেই, কিন্তু তারা তা মানছেননা। অভিযোগে আরও উল্লেখ করে বলেন বহিরাগত লোকেরা জোরে বলে উক্ত এলাকায় ২টি ব্রিকফিল্ড স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায়না তারা প্রভাবশালী। এদিকে অবৈধ ইটভাটা নির্মানের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ পরিবেশ ও কৃশি জমি হুকির সম্মুকিন হয়ে পড়েছে।  বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসকসহ  পরিবেশ অদিপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছন  যাহা  এলাবাসির জন্য বিশেষ ক্ষতিকর এবং সাস্থের জন্য  ক্ষতিকর।


     এই বিভাগের আরো খবর