,

নবীগঞ্জে লেপ বিতরণ করল ‘ইক্বরা সমাজ কল্যাণ পরিষদ’

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত ও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেছে ‘ইক্বরা সমাজ কল্যাণ পরিষদ’। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে শতাধিক দরিদ্র মানুষের হাতে লেপ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘দরিদ্র মানুষগুলো শীতের রাতে কষ্ট পায়। তাদের কষ্ট খানিকটা লাঘব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সুবিধাবঞ্চিত মানুষের পাশে এভাবে সবাই দাঁড়ালে দেশটা বদলে দেওয়া সম্ভব।’ লেপ পেয়ে আনন্দিত সুফিয়া বিবি জানান, ‘শীতের মাঝে তারা আমরারে লেপ দিছইন, লেপ পাইয়া খুব ভালা লাগছে। শীতের লাগি রাইতে ঘুমাইতাম পারি না। অখন তাকি আর শীত লাগতো নায়।’ চমকতারা বিবি নামে আরেকজন বলেন, ‘নাতি-নাতনি নিয়া শীতে অনেক কষ্টে আছলাম। বাচ্চার ঠান্ডা লাগছে। কিতা করমু, বুঝতাম পারছিলাম না। লেপটা কামে লাগব।’ উক্ত অনুষ্ঠানে ইক্বরা সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর