,

নবীগঞ্জের পানিউমদায় “নারী নির্যাতন প্রতিরোধে জাগ্রত কমিটি” গঠন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নে প্রথম “নারী নির্যাতন প্রতিরোধে জাগ্রত কমিটি” গঠন করা হয়েছে। বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর উদ্যোগে এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সমন্বয়ে পানিউমদা ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধের লক্ষে “নারী নির্যাতন প্রতিরোধে জাগ্রত কমিটি” কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে, নারীরা যাতে কোনো রকমের হয়রানীর শিকার না হয় সে লক্ষে কাজ করা। এ কমিটির মাধ্যমে নারীরা যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌননির্যাতন, ইভটিজিংসহ যে কোনো ধরনের নির্যাতনের শিকার হলে পুলিশ প্রশাসনের সহায়তায় বিনা মামলায় তা প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ লক্ষেই প্রতিটি ইউনিয়নে ২৫ জন দক্ষ এবং সচেতন নারীর সমন্বয়ে উক্ত কমিটি গঠন করা হবে। সার্কেল এ এস পি পারভেজ আলম চৌধুরী বলেন, নারীরা যাতে যে কোনো নির্যাতন-নিপীড়ন সহজে আইনী সহায়তা পান সে লক্ষেই এ কমিটি গঠন করা হবে। আশা করা যায় এ কমিটির মাধ্যমে নারীরা সঠিকভাবে আইনী সহায়তা পাবেন এবং এ সমাজ ও দেশ থেকে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে নবীগঞ্জ ও বাহুবলের সকল ইউনিয়নে এবং পৌরসভায় এ কমিটি গঠন করা হবে।


     এই বিভাগের আরো খবর