,

নবীগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রী অফিসের সীমানা দেয়াল না থাকায় জনগণের কোটি কোটি টাকার দলিলাদি অরক্ষিত

তোফাজ্জল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রী অফিসের সীমানা দেয়াল না থাকায় জনগণের কোটি কোটি টাকার দলিলাদিসহ বিভিন্ন জরুরী কাগজপত্র অরক্ষিত অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। প্রায় ১৩ বছর পূর্বে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুরাতন অফিস থেকে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে নবীগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রী অফিসের নতুনভাবে কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ১৩ বছর অতিবাহিতি হলেও ওই অফিসের সীমানা দেয়াল না থাকায় অফিসে রক্ষিত জনগণের কোটি কোটি টাকার দলিলাদিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দলিল লিখক সূত্রে জানাযায়, সাবরেজিষ্ট্রী অফিসের সীমানা দেয়াল না থাকায় শুধু গুরুত্বপূর্ণ কাগজপত্র অরক্ষিত নয় অফিস চলাকালীন সময়ে অফিসের সামনে গরু ছাগলের অবাধ চলাফেরায় রেজিষ্ট্রি করতে আসা জনসাধারণের বিভিন্ন অনুবিধা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লিখক জানান, বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। জনস্বার্থে মূল্যবান কাগজপত্র রক্ষার লক্ষ্যে দ্রুত নবীগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রী অফিসের সীমানা দেয়াল নির্মান করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন দলিল লিখকসহ এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর