,

কানাই নদী খনন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে লাখাইয়ের কানাই নদী খনন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু জাহির। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নদী খনন কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। পরে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন। এ সময়  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ ও জেলা পরিষদ সদস্য মনির হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এড. আবু জাহির এমপি বলেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব। এই সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি প্রদানের পাশাপাশি কৃষির উন্নয়ন অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে কৃষিতে উন্নয়নে বিপ্লব ঘটেছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খনন হচ্ছে হবিগঞ্জ লাখাই উপজেলার কানাই নদী। আমন ও বোরো চাষীদের দীর্ঘ দুর্ভোগের অবসান হবে এই খনন কাজ সম্পন্ন হলে। এতে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্প প্রথম পর্যায়ের আওতায় এই নদীটি খনন হচ্ছে। লাখাই উপজেলার করাব গ্রাম থেকে হরিনাখাল-আগাপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খনন কাজে ব্যয় হচ্ছে ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি আরো জানান, এই হাওরটিতে রয়েছে দু’ফসলী জমি। দীর্ঘদিন ধরে কৃষকরা সেচের অসুবিধায় ভোগছিলেন। এই নদীর খনন কাজ শেষ হলে বোরো এবং আমন ফসলে সেচের আর অসুবিধা থাকবে না। পাশাপাশি এলাকার দূষিত নিষ্কাষনের সুবিধাও সৃষ্টি হবে এই প্রকল্প বাস্তবায়ন হলে।


     এই বিভাগের আরো খবর