,

আজমিরীগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ায়ামীলীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান ও জেলা আওয়ামীলীগের সদস্য নজমুল হাসান নাম নিধারণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান তালুকদার। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ইউপি চেয়ারম্যান নূরুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তকছির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক জামান আলী, ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল হেলিম খোকন, সাধারণ সম্পাদক চানু লাল কর্মকার  প্রমূখ। সভায় সকল ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের  সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি আজমিরীগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে হবে। উপজেলা নির্বাচনে দলীয় বাচাই প্রক্রিয়াটি তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্পূর্ত অংশ গ্রহনে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাচাই জেলা একটি মডেল প্রক্রিয়া উপস্থাপিত হবে। তিনি আরো বলেন-চুড়ান্ত্র ভাবে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান ও জেলা আওয়ামীলীগের সদস্য নজমুল হাসান প্রার্থী থাকায় সর্বসম্মতিক্রমে তাদের চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করে জেলা কমিটির কাছে প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখার নাম চুড়ান্ত করা হয়।


     এই বিভাগের আরো খবর