,

হবিগঞ্জ শহরে ১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আরো ১ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার টাকা ব্যয়ে ৩টি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবং হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন। এগুলো হলো- ৮১ লাখ ৯০ হাজার ৭৫১ টাকা ব্যয়ে চৌধুরী বাজার জামে মসজিদের সামন থেকে নোয়াবাদ হরিপুর রাস্তা আরসিসি ও বিসি, ৩৯ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকা ব্যয়ে পুরাতন কৃষি ব্যাংকের সামন থেকে বাহার আলীর বাড়ির সামন পর্যন্ত আরসিসি রাস্তা ও বিসি রাস্তা এবং ৪৩ লাখ ১৮ হাজার ৪৬১ টাকা ব্যয়ে বগলা বাজার বিওসি রাস্তার সামন থেকে খুর্শেদ মিয়ার মিল পর্যন্ত বিসি রাস্তা নির্মাণ। এর আগে গত শনিবার শহরের বিভিন্ন স্থানে আরো ২ কোটি টাকা ব্যয়ে ৩টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। এনিয়ে দুইদিনে সাড়ে ৩ কোটিরও অধিক টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করা হলো। উন্নয়ন কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, ডাঃ অসিত রঞ্জন দাশ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, পৌর কাউন্সিলর জুনায়েদ মিয়া, আব্দুল আউয়াল মজনু, মোঃ নূর হোসেন, মোঃ আলমগীর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মুরুব্বীয়ানসহ নানা শ্রেণি-পেশার লোকজন। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার শুধু নিজের দলের মানুষের জন্য কাজ করে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করি। কে কাকে ভোট দিল, এটা দেখার বিষয় নয়। সকলের জন্যই সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশে উন্নয়ন চলছে। অপরদিকে বিএনপি বিশ্বাস করে প্রতিহিংসার রাজনীতিতে। যে কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তাদের দলের নেতারাই এর জলন্ত প্রমাণ দিয়েছেন। দেশের অগ্রগতির স্বার্থে বর্তমান সরকারের কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।


     এই বিভাগের আরো খবর