,

হবিগঞ্জ ও বানিয়াচংয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ’র শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-সেবা)। তিনি গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর পয়েন্টে ও রাজনগ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। বিকেলে বানিয়াচং উপজেলা সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও সুনারু গ্রামের দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-সেবা)। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ সুুপার সুপার শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত লোকজনকে দাঙ্গা, হাঙ্গামা, মাদক, ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। পুলিশ সুপারের এ ধরণের কর্মকান্ড স্বাগত জানিয়েছেন সর্বমহল। ইতিপূর্বে পুলিশ সুপার হবিগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র শিশু, বৃদ্ধ, চা বাগানের শ্রমিক, মৎস্যজীবীসহ শীতার্তদের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার মুরুব্বীয়ান অংশ নেন। এ সময় পুলিশ সুপার শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিয়মিত স্কুলে পাঠানো, অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখাসহ অভিভাবকদের সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি তুচ্ছ বিষয় নিয়ে যাতে কেউ সংঘর্ষে জড়িত হতে না পারে এ বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গকে তিনি সচেতন করে তুলছেন। প্রত্যেক এলাকায় মাদক নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আরো বলেন, হবিগঞ্জ আগের চেয়ে অনেক উন্নত একটি জেলা। সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে হবিগঞ্জ অনেক এগিয়ে রয়েছে। দেশব্যাপী হবিগঞ্জের দ্যা প্যালেস সুনাম বয়ে আনছে। হবিগঞ্জে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব শিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কর্ম করছেন। শিক্ষায় হবিগঞ্জ এগিয়ে যাচ্ছে। এছাড়াও এ জেলায় প্রাকৃতি সম্পদ রয়েছে। হাওর-বাওর, নদী-নালা, খাল-বিল প্রকৃতির সৌন্দর্য্যে ভরপূর এ জেলা। এ জেলার একটি দুর্নাম রয়েছে সেটি হলো দাঙ্গা। সামান্য কিছু হলেই এ জেলার বিভিন্ন স্থানের লোকজন দাঙ্গায় জড়িয়ে পড়েন। তুচ্ছ ঘটনায় অকারণে অনেক তর-তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। কেন প্রাণ ঝড়ে যাবে? দাঁঙ্গা-হাঙ্গামার জন্য আমরা যারা পুলিশ প্রশাসনে কাজ করছি আমাকেও উপর মহলে জবাব দিহিতা করতে হচ্ছে। আমরাই কেন জবাব দিহিতা করবো। তিনি বলেন, দাঁঙ্গা প্রতিরোধে আমরা সতেচনা মূলক বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে হাতে নিয়েছি। তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে দাঙ্গা-হাঙ্গামা, মাদক, ইভটিজিং প্রতিরোধে সকলকে সচেতন করি। শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক, ওসি তদন্ত আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরম সভাপতি শাকিল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, ইউপি সদস্য প্রদীপ কুমার দাশ, সাবেক মেম্বার রবিন্দ্র দাশ, বিধান দাশ, পলাশ দাশ, নজরুল ইসলাম প্রমূখ। এর পূর্বে পুলিশ সুপার হবিগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র শিশু, বৃদ্ধ, চা বাগানের শ্রমিক, মৎস্যজীবীসহ শীতার্তদের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর