,

হবিগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদক অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে ভাদৈ আইডিয়াল হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক,  সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মুল্লা, আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ রাজ্জাক, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


     এই বিভাগের আরো খবর