,

সাহা ব্রাদার্স দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন ॥

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা ও তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম সাহা ব্রাদার্স। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সহায়তা করে থাকে এই প্রতিষ্ঠান। হবিগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নিতে দীর্ঘদিন যাবৎ তারা পৃষ্ট পোষকতা করে আসছে। এরই ধারাবাহিতকতায় এবছর তারা ২য় বিভাগ ক্রিকেট লীগের স্পন্সর করে। গতকাল সকালে আধুনিক স্টেডিয়ামে সাহা ব্রাদার্স দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ। অতিথিদেরকে স্টেডিয়ামে স্বাগত জানায় রাজ লী নামে একটি হাতি। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক বদরুল আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভূ, হুমায়ূন আবুল কালাম, কবির চৌধুরী সাহেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সেজুতি ধর, হেলেনা পারভীন, থোয়াইলাহ চৌধুরী ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল প্রমুখ। গতকালের খেলায় উদীয়মান ক্রিকেট কাব ৪ উইকেটে ইয়ংম্যান্স হবিগঞ্জকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ইয়ংম্যান্স ১৬ ওভারে ৬০ রানে অল আউট হয়ে যায়। উদীয়মানের উজ্জল ৪টি উইকেট লাভ করে। জবাবে উদীয়মান ক্রিকেট কাব ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। সাহা ব্রাদার্স দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ১৬টি দল অংশ নিচ্ছে।


     এই বিভাগের আরো খবর