,

আজীবন সম্মাননায় ভূষিত হলেন এটিএম শামসুজ্জামান

সময় ডেস্ক ॥ আজীবন সম্মাননায় ভূষিত হলেন জীবন্ত কিংবদন্তী চলচ্চিত্রাভিনেতা এটিএম শামসুজ্জামান। স্বাধীনতার চুয়াল্লিশ বছর উপলক্ষ্যে গত ২০ মার্চ ‘শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত ‘ঢাকা মডেল এজেন্সী এ্যাওয়ার্ড’র অধীনে এটিএম শামসুজ্জামানকে ‘আজীবন সম্মাননা’ দেয়া হয়। রাজধানী সেগুনবাগিচার কেন্দ্রীয় ‘কচি কাঁচার মেলা’ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, ফোরামের সভাপতি মঞ্জুশ্রী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশিদ’র কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন। এটিএম শামসুজ্জামান বলেন, ‘একজন শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসাই সবসময় সবচেয়ে বড় সম্মাননা। মানুষের ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। আর সম্মাননা কাজের প্রতি ভালোবাসা, উৎসাহ বহুগুনে বাড়িয়ে দেয়। আমি কৃতজ্ঞ শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতি।’ এদিকে গত ১৯ ফেব্রুয়ারি এটিএম শামসুজ্জামান একুশে পদকে ভূষিত হন। ‘শূভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে ‘মরনোত্তর পদক’ দেয়া হয় হুমায়ূন আহমেদকে। এছাড়া আরো যারা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন তারা হচ্ছেন হাসান মতিউর রহমান, জানে আলম,আনজাম মাসুদ, সোহল রহমান, চিত্রনায়ক সাইমন-আঁচল, শাহনূরসহ আরো বেশ ক’জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদিকে বেশ কিছুদিন অভিনয়ে বিরত থাকার পর গত ১৩ মার্চ শুক্রবার মীর সাব্বির পরিচালিত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’-এ অভিনয়ের মধ্যদিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন এটিএম শামসুজ্জামান। এখন পর্যন্ত জীবন্ত এই কিংবদন্তী অভিনেতা পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


     এই বিভাগের আরো খবর