,

২০ হাজার মিষ্টির কার্টুন ধ্বংস, জরিমানা ৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদরের লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি বিক্রির জন্য তৈরী ২০ হাজার খালি কার্টুন ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুুপুরে ওই বাজারের পাশ^বর্তী আব্দুল্লাহ নামক এক ব্যাক্তির কার্টুন তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে ২০ হাজার খালি কার্টুন এবং বিপুল পরিমানা কার্টুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ কার্টুনগুলোর ওজন পরিমাপ করলে দেখা যায় প্রস্তুতিকৃত প্রতিটি মিষ্টির কার্টনের ওজন ২০০-২৫০ গ্রাম। এসব কার্টুন ব্যবহার করে মিষ্টি বিক্রেতারা গ্রাহকদেরকে ১ কেজির জায়গায় ৭০০/৮০০ গ্রাম মিষ্টি বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসময় ওই কারখানা মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিকটে নিমতলার খোলা জায়গায় কার্টুনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই দিনে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোড এলাকার খোকা মিষ্টান্নকে ২ হাজার, নূরানী রেস্টুরেন্টকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাসান স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর