,

বানিয়াচংয়ের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার জন্য বিশেষ প্রকল্প গ্রহণের দাবি- জাতীয় সংসদে এমপি মজিদ খান

সংবাদদাতা ॥ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষন সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবদুল মজিদ খান। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের
আত্মার শান্তি কামনা করেন। এছাড়া টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান তিনি। এমপি আবদুল মজিদ খান বলেন, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং। এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ এবং পর্যটনের ব্যাপক সম্ভাবনা। পরিকল্পিতভাবে এই এলাকাটির জন্য কাজ করলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে এখানে ভীর করবেন। ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ঐতিহাসিক এই গ্রামটি এখন আর গ্রাম নেই। এটাকে আমরা শহরে রূপান্তর করতে যাচ্ছি। এখানে রয়েছে ৪টি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার। দিন দিন সু-শিক্ষায় আগ্রহী হচ্ছেন এলাকার জনগণ। তবে বিখ্যাত এই গ্রামের প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ভরাট হয়ে যাওয়া খালগুলো খননে বিশেষ প্রকল্প গ্রহণ করার প্রয়োজন। তিনি আরো বলেন, বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরের মৎস্য সম্পদ এলাকার চাহিদ মিটিয়ে দেশ-বিদেশে রপ্তানি হচ্ছে। কমলারানীর দিঘী, রাজবাড়ি, লক্ষ্মীবাড় ও বিথড়খল আখাড়সহ অসংখ্য ঐতিহাসিক এবং দর্শীয় স্থান রয়েছে এখানে। তবে দিনদিন নদী, নালা, খাল বিল ভরাট হয়ে যাওয়ার কারণে প্রাকৃতিক সম্পদসহ হারিয়ে যেতে বসেছে বিভিন্ন সম্ভাবনা। এসবের উন্নয়নে কাজ করা এখন সাধারণ জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই শীঘ্রই ওই এলাকার ভরাট হওয়া যাওয়া সকল খাল খনন এবং প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী বরাবর দাবি জানান তিনি। তার দাবির পরিপ্রেক্ষিতে উল্লেখিত মন্ত্রণালয়ে মন্ত্রী তাজুল ইসলাম এই প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করার আশ্বাস দেন এবং শীঘ্রই একটি ডিও লেটার প্রেরণের পরামর্শ দেন।


     এই বিভাগের আরো খবর