,

নবীগঞ্জে আলমপুর আখড়ায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আইশকান্দি ইউনিয়নের আলমপুর শ্রীশ্রী দুর্লভ ঠাকুর আখড়ায় ২৭তম অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পালিত গত ১৯ মাঘ ১৪২৫ বাংলা রোজ রবিবার বিভিন্ন অনুষ্টানমালার মালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল গীতা পাঠ,অধিবাস কৃত্য, লীলা কীর্তন,দধিভান্ড ভঞ্জন ও প্রসাদ বিতরণ। এতে কীর্তন পরিবেশন করেন, দিরাইয়ের শ্রী শ্রী চৈতন্য সম্প্রদায়ের রতিশ দাশ, সিলেটের শ্রী শ্রী হরেকৃষ্ণ যুবসংঘের মিন্টু লাল সরকার, নবীগঞ্জের শ্রী শ্রী রাধেশ্যাম সম্প্রদায়ের রতনমনি দাশ বাবুল। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের  সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ বিশ্বকর্মা কল্যাণ পরিষদের সভাপতি ডাঃ অখিল চন্দ্র সূত্রধর, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, প্রধান শিক্ষক  অমলেন্দু সূত্রধর, ৩নং ইনাতগঞ্জ ইউপি হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদের সভাপতি চিনু লাল সূত্রধর ক্ষিরমোহন সূত্রধর, নীরদেন্দু বিকাশ ধর, নিতেশ চন্দ্র দাশ, মিন্টু সূত্রধর, গণ্যমান্য ব্যক্তি হাজী আব্দুল গফুর, মোঃ আঃ কাদির ইউপি সদস্য সাবেক সদস্য মুজিবুর রহমান সামছুল হক, দুর্লভ ঠাকুর আখড়ার কার্যকরী কমিটির সভাপতি ত্রানেশ রঞ্জন সূত্রধর, সাধারণ সম্পাদক সুদর্শন বিশ্বাস, সহ-সভাপতি শশাংক দেব, হরেন্দ্র সূত্রধর, সদস্য হরি বিশ্বাস, অসিত সূত্রধর, মনি আচার্য্য, নারদ সূত্রধর, মনীন্দ্র সূত্রধর, রঞ্জিত বিশ্বাস, সজল বিশ্বাস, নির্মল বিশ্বাস, মহিলা সম্পাদিকা ইউপি সদস্যা শিবু রানী দেব, বিকাশ শীল, সুরঞ্জিত বিশ্বাস, বসন্ত সূত্রধর, শুভ বিশ্বাস, অজয় বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, কাজল বিশ্বাস, অজিত বিশ্বাস, অমর বিশ্বাস, সুবল বিশ্বাস, নিধু বিশ্বাস, বীরেন্দ্র সূত্রধর, অনিক আচার্য্য, রতন আচার্য্য, তেজেন্দ্র সূত্রধর, সুষেন্দ্র সূত্রধর, নরি বিশ্বাস, রন বিশ্বাস, অজিত বিশ্বাস-১, নিতেশ সূত্রধরসহ এলাকার গৌরভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহ¯্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর