,

চুনারুঘাটে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারের নিকট এক কিশোরীকে ইভটিজিংয়ের অভিযোগে হারুন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে নরপতি গ্রামের আব্দুস শহীদের পুত্র। এ ঘটনায় ওই কিশোরীর পিতা মুড়াবন্দ গ্রামের ওয়াহিদ মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাত ৮টার সময় তার কিশোরী কন্যা আকলিমা মাজার জিয়ারত করতে যায়। এক পর্যায়ে হারুনসহ ২/৩ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাজারে থাকা ২/৩ জন পাগল বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে ওই কিশোরীকে মাজার সংলগ্ন খোয়াই নদীর বাধে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হারুনকে আটক করে থানায় সোপর্দ করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, ইভটিজার হারুনকে মামলার প্রেক্ষিতে আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর