,

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ আলীর মাতা রবজান বিবি (১০০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ………. রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাউসা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বাজার মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমার বাশুর পুত্র আউশকান্দি দি লিটল ফ্লাওয়াস কেজি এন্ড গার্লস হাই স্কুল অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ। জানাযার নামাজের পূর্বে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বাউসা শাহ্ তাজ উদ্দিন কুরেশী হাফিজিয়া মাদরাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কাওছার আহমদ, মরহুমার নাতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলী সবুজ। জানাযায় অংশগ্রহণ করেন, বাউসা গ্রামের প্রবীণ মুরুব্বী শাহ্ মছদ্দর আলী, বাউসা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী হাজ্বী আব্দুল মোতালিব, হবিগঞ্জ রওশন রেজা এম্পায়ার এর স্বত্তাধিকারী শাহ্ হাবিবুর রহমান বেলায়েত, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আলী হাছান লিটন, বাউসা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ, বাউসা বায়তুন নূর জামে মসজিদের খতিব মাও. শাহনুর হোসেন আজাদী, বাউসা পুরাতন জামে মসজিদের খতিব মাও. রুহুল আমিন, বাউসা যুব সংঘের উপদেষ্ঠা বাছিতুর রহমান চৌধুরী, দুবাই প্রবাসী মুহিবুর রহমান সাজু, জাকির হোসেন চৌধুরী, শাহ্ লিমন আহমদ, সাইফুর রহমান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এতে অংশগ্রহণ করেন মরহুমার আত্মীয় স্বজনসহ এলাকার মুরুব্বীয়ান। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি, ১ পুত্র, ২ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


     এই বিভাগের আরো খবর