,

প্রত্যেকের ছেলে/মেয়েদের সুশিক্ষিত করে তুলতে হবে- অতিরিক্ত সচিব জালাল আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলার হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। হবিগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল আলম, ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ আব্দুল ওয়াহাব, ডাক্তার আখতার উদ্দিন মুরাদ, ডাঃ মুখলিউছুর রহমান, হবিগঞ্জ নাগরিক কমিটির কোষাধ্যক্ষ প্রাক্তন কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ দৈনিক খেয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্ত”তা করেন হবিগঞ্জ সদর উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, শেখ একেএম সুফি, হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এনাম আহমেদ, প্রধান শিক্ষক মোঃ হোসেন মিয়া, ইউপি সদস্য সোহলে মিয়া, ফজল মিয়া, এলাকার বিশিষ্ট মুরুব্বী রুহুল আমিন, শাহাব উদ্দিন, নুরুল আমিন মেম্বার, সবুজ খান, আব্দুর রহিম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন মাওলানা সফিকুর রহমান ও গীতাপাঠ করেন সীমা রানী দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন-প্রত্যেকের ছেলে/মেয়েদের সুশিক্ষিত শিক্ষিত করে তুলতে হবে। ছেলে/মেয়ে স-ুশিক্ষিত হলে দেশ ও দশের মঙ্গল বয়ে আনবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-শুধু পাস করলেই হবে না। ভাল কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদান করাসহ নিয়মিত স্কুলে আসতে হবে। মা, বাবার কথা মতো চলতে হবে।


     এই বিভাগের আরো খবর