,

আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন নবীগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাতিলকৃত প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বাতিলকৃত প্রার্থীদের উপস্থিতিতে গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে নবীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত শুনানিকালে স্ব স্ব প্রার্থীদের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় মনোনয়নপত্রে উল্লেখিত সার্বিক দিক পর্যালোচনা করে ক্রতিমূক্ত ও আইনী কোন জটিলতা না থাকায় তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। যারা মনোনয়ন ফিরে পেয়েছেন তারা হলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাউশা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম,  জাতীয় পার্টি মনোনিত প্রার্থী সাংবাদিক মুরাদ আহমদ, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ। উল্লেখ্য, হলফনামা অসম্পূর্ণ, স্বাক্ষর নেই, মামলা, তথ্য গোপন, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয় পত্র না থাকার কারণে অনেক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে হবিগঞ্জে সদর, লাখাই, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার ফজলুল জাহিদ পাভেল দিনভর প্রার্থীদের মনোনয়নপত্র বাচাই করেন এবং পরে বাতিল হওয়া প্রার্থীদের নাম ও কারণ ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর