,

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫তম বার্ষিক সদস্য সভায় তথ্য প্রকাশ

২০১৭-১৮ অর্থ বছরে বিদ্যুৎবিতরণ করে আয় হয়েছে ৬ কোটি ৬৫ লক্ষ ২৯ হাজার ৯৬৭ টাকা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ জাকজমক পূর্ণ আয়োজনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম বার্ষিক সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিন ব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকাস্থ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (হপবিস) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ  “শেখ হাসিনার উদ্যোগে,  ঘরে ঘরে বিদ্যুৎ” মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিদ্যুতায়ন ২০১৯ সালে সম্পন্ন হয় ও বিদুৎ বিতরণে সমিতির আয় হয়েছে (নীট মার্জিন) ৬ কোটি ৬৫ লক্ষ ২৯ হাজার ৯৬৭ টাকা । এদিকে ২০১৬-১৭ অর্থ বছরে বিদ্যুৎ বিতরণে আয় হয়েছে  (নীট মার্জিন) ৯ কোটি ৫৭ লক্ষ ৫৯ হাজার ৮২৬ টাকা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হপবিস এর জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করে সদর দপ্তর হপবিস কর্মচারী মকুল রায়। উক্ত সভায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি ও ৪ নং এলাকা পরিচালক মিজানুর রহমান চকদারের সভাপতিত্বে  ও সভাপতি প্রতিবেদন পাঠ ও নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মোশারফ হোসেন এর সঞ্চালনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এর পক্ষে বাণী পাঠ করে বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক তছলিমা পারভিন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন হপবিস জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এবং কোষাধ্যক্ষ এর প্রতিবেদন পাঠন করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ তাহমিনা বেগম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি শফিকুর রহমান, পরিচালিক ও সচিব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, পরিচালক এডভোকেট মিজানুর রহমান, মোঃ এখলাছুর রহমান, কাজী আরিফুল আম্বিয়া, আব্দুল মতিন মাস্টার, রফিকুল ইসলাম, শফিউল আলম, খায়রুল বাশার, জাকিয়া আক্তার। এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আওয়ামীলীগ নেতা রাসেল সরদার। অপরদিকে বার্ষিক সভায় সহযোগিতা করেন হপবিস এর আইন উপদেষ্টা এডভোকেট এমএম জয়নাল আবেদীন, এজিএম (প্রশাসক) এফ এম সাইদুর রহমান, ডিজিএম রেজাউল করিম, এজিএম (এম. এস) শামিউল আশরাফ, এনফোর্সমেন্ট মোঃ হানিফ মিয়া, এএম হুমায়ূন রশিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, রনিঘোষ, হিসাব রক্ষক মুছা মিয়া, ইসি জিএম এনামুল কামাল। এদিকে সভা শেষে  ১৩ জন পরিচালকদের গোপন ব্যালটের মাধ্যমে ১ ব্ছরের জন্য সমিতি বোর্ডের নির্বাহী কমিটি সভাপতি মিজানুর রহমান চকদার, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সচিব- সুমি বেগম, কোষাধ্যক্ষ এডভোকেট মুছা মিয়াকে নিবার্চন কমিশন বিজয়ী ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর