,

সংবাদ প্রকাশের পর জ্বিন মোল্লার প্রতিষ্ঠানে তালা

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে আলোচিত জ্বীন মোল্লা নাসির উদ্দিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে সে নিজেকে রক্ষা করার জন্য তার প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সে সটকে পড়েছে। গতকাল মঙ্গলবার তার প্রতারণার শিকার ভোক্তভোগীরা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভিড় জমায় এবং তার প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে আশ্বস্থ করলে পরিস্থিতি শান্ত হয়। প্রতারিত নারী-পুরুষ সংবাদ প্রকাশের পর তার আস্তানার পাশে গিয়ে ঝড়ো হয়। একটি সূত্র জানায়, সে কখনও টাই কোর্ট পড়ে কখনও পাঞ্জাবী, সেরোয়ানী পড়ে বিভিন্ন রূপ ধারণ করে। এছাড়াও সে বিভিন্ন ভাবে নারীদেরকে প্রলোভন দিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন। স্থানীয় লোকজন জানান, জ্বীন মোল্লা নাছির উদ্দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। কিছু প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় প্রতারণা চিকিৎসা চালানোর জন্য স্থানীয় লোকজনের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি অচিরেই জ্বীন মোল্লার প্রতারণা বন্ধ করা হউক। অন্যথায় অনেক সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর