,

লাখাইয়ে জেলা প্রশাসনের উদ্যোগে দেশত্মাবোধক গানের প্রতিযোগিতা

সূর্য্য রায়, লাখাই ॥ লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যামিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মাবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহীনা আক্তার জানান- জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এর দিক নির্দেশনায় এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আন্তঃ স্কুল প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী  ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পরবর্তীতে প্রত্যেকটি ইউনিয়ন থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী উপজেলা পর্যায়ে অংশ নেয়। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবোধ বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসহ উদ্দীপনার সৃষ্টি করেছে। অংশগ্রহনকারী এক শিক্ষার্থী জানায়- দেশের গান গুলো তাদের খুব ভালো লাগে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত। এক অভিভাবকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান- এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ যাতে এ ধরনের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করেন এই আশা ব্যক্ত করেন তিনি। উপজেলায় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহীনা আক্তার জানান- উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পল্লী জীবিকায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর