,

৪ঠা মার্চ চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে সাঈদ আহম্মদ (রহঃ) ৬৩ তম বার্ষিক পবিত্র ওরস

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে পীরে মুকাম্মেল মুর্শেদে কামেল আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ সাঈদ আহম্মদ চিশতি (রহঃ) এর স্মরণে ৪ ঠা মার্চ ২০ শে ফাল্গুন সোমবার দিনব্যাপী ৬৩ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে। জানা যায়, প্রতি বছরে ন্যায় এবারো সারাদিন ব্যাপী কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত, বাদ এশা মিলাদ, জিকির আসকার ওসামা মাহফিল শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে পবিত্র ওরস। সূত্রে জানা যায়, প্রতি বছর বার্ষিক পবিত্র ওরসের সময় বহু আশেকান ভক্ত ও মুরিদানরা  মানত পূরণের জন্য তরফ অঞ্চল বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরীফে এসে সমাঘম হয় এবং মুড়ারবন্দ দরবার শরীফে মোতাওয়াল্লী গদ্দীনিশীন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফি চিশতীর কাছে এসে বহু ভক্তবৃন্দের মনের আশা পূরণ হয়েছে কিন্তু মুড়ারবন্দ দরবার শরীফে অলি আউলিয়া দরবেশ-মজ্জুফ ফকির মাজার শরীফে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দেশের বিভিন্ন স্থান হতে প্রতিদিন শত শত নারী-পুরুষ আশেকান ভক্তবৃন্দরা এসে মাজার জিয়ারত করছেন। ফলে মাজার শরীফে যারা আসছে তাদের মহান আল্লাহ অলি-আউলিয়াদের উছিলায় যার যার মনের আশা পূরণ হয়েছে। উক্ত মুড়ারবন্দ দরবার শরীফে হযরত শাহ সুফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রহঃ) এর স্মরণে ৬৩ তম বার্ষিক পবিত্র ওরসে আসার জন্য সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দদেরকে দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী। প্রয়োজনে বিস্তারিত যেকোন বিষয় জানতে ০১৭১৬-১৩৭৯৬১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।


     এই বিভাগের আরো খবর