,

নবীগঞ্জে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র জানায়, ছোট ভাকৈর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল আলী ও আব্দুল কদ্দুস, গেদেল মিয়া গংদের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষ প্রস্তুতি নিয়ে শুক্রবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ইদ্রিস আলম জানান, আহত অবস্থায় ৪৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের মধ্যে ১৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারা হলেন তাহির মিয়া (২৮), আবুল হোসেন (৩৫), এখলাছ মিয়া (৬৫), জিবলু মিয়া (৩৫), জামিল মিয়া (৩০), আলী হোসেন (২৭), গেদল মিয়া (৭৫), রায়তেরা বেগম (৪৫), কওছর মিয়া (৪৮), আবুল মিয়া (৫০), ছাতির মিয়া (২৮), বজলু মিয়া (৪৮), বাচ্চু মিয়া (৩০), মাহাবুবুর রহমান (২০)


     এই বিভাগের আরো খবর