,

জগন্নাথপুরে ২১বছর ধরে বাশেঁর ব্রীজে যানবাহন সহ জনসাধারন চলাচল

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মজলিশপুর নামক স্থানে গত ২১ বছর ধরে বাশেঁর সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে প্রাইভেটকার, সিএনজি, ব্যাটালি চালিত অটোরিক্সা চলাচল করছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, মজলিশপুর হয়ে নোয়াগাঁও ঐয়াকোনা গ্রামে প্রবেশ করতে বাঁশের ব্রীজ পার হতে হয়। বাঁশের ব্রীজের উপর দিয়ে জনসাধারণ ও হালকা যানবাহন প্রতিদিন যাতায়াত করে। বাঁশের এই ব্রীজটি কোন জনপ্রতিনিধি নির্মাণ করেননি। এটি এলাকার গ্রামের লোকের নিজস্ব অর্থায়নে বাঁশ দিয়ে ব্রীজ নির্মাণ করেছেন। ব্রীজের উপর দিয়ে পারাপার করতে হলে ৫ টাকা দিতে হয়। স্থানীয় জনসাধারন অনেকেই ব্রীজের ভাড়া এককালিন পরিশোধ করে থাকেন। এছাড়াও যেসব রাস্তা রয়েছে যানবাহন চলাচলের উপযোগী নয়। সিএনজি অটোরিকশা বিপরিত গাড়ি পাশ কাটিয়ে যেতে হলে গাড়ি থামিয়ে অপো করতে হয়। প্রত্যেকদিন ৬টি গ্রামের হাজার হাজার জনসাধারন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করেন। এদিকে শুষ্ক মৌসুমে বানাইয়ার হাওরের উপর দিয়ে কালনিরচর গ্রামের মানুষ সহ এ এলাকার জনসাধারণ যাতায়াত করেন। বৃষ্টিপাত শুরু হলে মেঠোপথে অটোরিকশা চলাচলও বন্ধ হয়ে যাবে। বর্ষায় সড়ক পথে চলাচল করতে সিমাহীন দূর্ভোগ পোহাতে হয়। উপজেলায় গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হলেও আশারকান্দি ইউনিয়নের অবহেলিত হাওর পাড়ের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি। পাকা ব্রীজ নির্মাণ সহ সড়কের উন্নয়নে সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এর প্রতি এলাকার জনসাধারণ দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর