,

নবীগঞ্জে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪তম আবির্ভাব উৎসব পালন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘ ও সারদা সংঘের উদ্যোগে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল শনিবার পৌর এলাকার গয়াহরি রামকৃষ্ণ আশ্রমের নির্ধারিত স্থানে ভগবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম শুভ আবির্ভাব উৎসব পালন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল মন্দিরে প্রতিকৃতি স্থাপন, সমবেত জপধ্যান, কথা মৃত পাঠ, রামকৃষ্ণ দেবের বিশেষ পুজা ও হোম, পদাবলী কীর্তন, প্রতিযোগিতামুলক বক্তৃতা, অঞ্জলী প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। বিকাল ২ টায় নবীগঞ্জ উপজেলা শ্রীরামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক(অবঃ) যতীন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং ডাঃ ননী গোপাল নাথের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ। এতে সম্মানিত অতিথি ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার মিঃ লক্ষী নারায়ন কৃষ্ণ মুর্তি, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের সাধারন সম্পাদক শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, অধ্যাপক বিজিত কুমার দে। এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, শ্রীমা সারদা সংঘের সভাপতি শ্রীমতি দেবলা দাশ, নবীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শ্রীরামকৃষ্ণ সংঘের সাধারন সম্পাদক জগদীশ দাশ। পরে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভজনমুলক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। সবশেষে জয়ধ্বনির মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।


     এই বিভাগের আরো খবর