,

হবিগঞ্জে খোলা পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ফায়ার সার্ভিস রোড এলাকায় একটি খোলা পেট্রোলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে ওই এলাকার মদিনা এন্টারপ্রাইজ পেট্্েরালের দোকানে আগুনের সুত্রপাত ঘটে দাউ-দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে একে আরও ২ টি দোকান পুড়ে যায় সাথে সাথে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে পেট্রোলের দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সামছুল আলম জানান, দুপুরে হঠাৎ করে ওই দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এ সময় চার দিকে সাধারণ মানুষদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা প্রাণপণ চেষ্ঠা চালিয়ে আগুল নিয়ন্ত্রনে আনে। আগুণে পেট্রোলের দোকান মদিনা এন্টার প্রাইজ, হৃদয় এন্টার প্রাইজ ও কামাল মিয়ার দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সদর থানার পুলিশ, ব্যকস সমিতির সভাপতি শামছুল হুদা সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন। এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, এটি খোলা পেট্রোলের দোকান ছিল সিগারেটের আগুণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলেও তিনি মনে করেন। এ ছাড়া তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর