,

নবীগঞ্জে শিল্পীকে শ্লীলতাহানী অভিযোগে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শাহ সুলতান আহমেদ ॥ প্রায়ই উত্ত্যক্ত ও বিরক্ত করতো শিল্পী রাণী দাশকে। অবশেষে স্বামী বাড়িতে না থাকার সুবাধে লোহার পাইপ দিয়ে ঘরের দরজার সিটকারী খুলে ঘরে প্রবেশ করে শ্লীলতাহানী করে শিল্পী রানী দাশকে। তিনি নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এমন ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে। মামলার সুত্রে প্রকাশ, ওই গ্রামের অনিত্য দাশের স্ত্রী শিল্পী রানী দাশকে প্রায়ই উত্ত্যক্ত ও বিরক্ত করতো একই গ্রামের কৃষ্ণ দাশের পুত্র ইশ্বর দাশ। গত ২৩ই মার্চ রাত অনুমান ৮টায় ওই গ্রামে হিন্দু ধর্মালম্বীদের দুল পূর্ণিমা ছিল। এ সময় মাইকের আওয়াজে গ্রামে শব্দ দুষন ছিল। এই সুযোগে ইশ্বর দাশ ওই মহিলার ঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে ধস্তাধস্তী করে শ্লীলতাহানী করে। কিন্তু তিনি কোন ভাবেই তাকে ছেড়ে দেননি। এমনকি তাকে আটক করে রাখেন। তাকে জোরপূর্বক ছেড়ে নিতে সহযোগিতা করে একই গ্রামের অবনি দাশের পুত্র অজিত দাশ ও কৃষ্ণ দাশের পুত্র কিশোর দাশ। এ সময় তাদের ৩ জনের অতর্কিত হামলায় শিল্পী রানী দাশের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আহত হয়ে তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশে শেষ করার চেষ্টা করেন লোকজন। কোন সুরাহা না হওয়ায় গত ২৪ই মার্চ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ইশ্বর দাশ, অজিত দাশ ও কিশোর দাশকে আসামী করে মামলা দায়ের করেন শিল্পী রানী দাশ। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর