,

১১তম গ্রেডের দাবিতে নবীগঞ্জে সহকারী শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ১১ তম গ্রেড নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘দাবি নয়, অধিকার, ১১তম গ্রেডই দরকার’, ‘ এক দফা এক দাবি ১১তম গ্রেড চাই’, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বেতন বৈষম্যের ঠাই নাই’ এরকম লেখা স্লোগান সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করেন শিক্ষকরা। পরে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তিন শতাধিকের ওপরে সহকারী শিক্ষক অংশ নেন। এসময় শিক্ষকরা- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেড অর্থাৎ ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করে বেতন বৈষম্য নিরসন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


     এই বিভাগের আরো খবর