,

ভারত বন্ধুত্বের হাত বাড়াতে চায়

সময় ডেস্ক ॥ একজন ভারতীয় মন্ত্রী মিয়ানমার থেকে বাংলাদেশের অংশীদারিত্বে গ্যাস আমদানির ইচ্ছা পোষণ করেছেন। তার স্থলে যিনি সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি অবশ্য তেল বাণিজ্যের জন্য পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করে গেছেন। তারা বলছেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি তাই বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আমরা গ্যাসক্ষেত্রগুলোতেও শক্তির অপচয় রোধে সহযোগিতা করতে চাই। ’ মিয়ানমায়ারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের এক ফাঁকে একান্ত সাক্ষাৎকারে ভারতের খনিজ ও জ্বালানী সম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা সরাজ শুক্রবার এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দিল্লী ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরআইএস এবং কলকাতার ইনস্টিটিউট অব সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজ এর যৌথ আয়েজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘অন্তত দুটি দেশ বাংলাদেশ এবং ভারত ত্রিদেশীয় পাইপলাইনে মিয়ানমারের গ্যাস এর অংশীদারিত্ব গ্রহণ করতে পারে। এ পর্যায়ে বিষয়টি সম্পূর্ণরূপে বাংলাদেশের হাতেই থেকে যায়। তারা ইচ্ছা করলে আমাদের প্রস্তুতিতে সহযোগিতা করতে পারে।’ তিনি আরো বলেন, ‘পরবর্তীতে কোন সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ চিন্তা করলে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী শিগগির ভারতে ধর্মেন্দ্র প্রধানের সাথে দিল্লী সফরে সাক্ষাতে কথা বলবেন।’ তিনি বলেন, বিনিময়ে ভারত বাংলাদেশকে ত্রিপুরা রাজ্যের পলাটানা বিদুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করবে। ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার নাগরিক। বাংলাদেশের ইলিশ নিয়ে অনেক তামাশা করেছেন তার রাজ্যে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে এটি এক ধরণের রাজনৈতিক নাটকীয়তা মাত্র। দি ইন্ডিয়ান ওসান রিম এসোসিয়েশন (আইওআরএ) ভারতীয় একটি সংস্থা যা সমুদ্র সীমা সংক্রান্ত যে কোন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে থাকে এবং সে হিসেবেই পরিচিত। সংস্থাটি ত্রিপক্ষীয় ভূমিকা পালন করে। সরকারের প্রতিনিধি হিসেবে, দেশের ব্যবসা এবং শিক্ষা বিষয়েও ভূমিকা পালন করে থাকে। সংস্থাটি উন্মুক্ত আঞ্চলিক হিসেবে অর্থনৈতিক সহযোগিতা, বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ এবং সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে থাকে।


     এই বিভাগের আরো খবর