,

শায়েস্তাগঞ্জে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বৈশাখ আসার আগেই কালবৈশাখীর প্রভাব পরিলক্ষিত হচ্ছে দেশের সর্বত্র। মাঝ চৈত্রেই শুরু হয়ে গেছে কালবৈশাখীর তান্ডব। গতকাল পড়ন্ত বিকেল থেকে শায়েস্তাগঞ্জসহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে প্রচন্ড ঝড় ও শিলাসহ ভারী বৃষ্টি। এ অকাল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগাম এ শিলা বৃষ্টির ফলে মাঠের আধা পাকা ধান নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে কৃষকদের। জানা যায়,  গত রোববার বিকাল থেকে রাতব্যাপী উপজেলার সর্বত্র হঠাৎ করেই প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও শিলাসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এ ঝড়-বৃষ্টির কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘর-বাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর