,

হবিগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ দোকানপাট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে ও থানার মোড়ে দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ফলে প্রায়ই যানজট সৃষ্টিসহ দুঘটনা ঘটছে। এমনকি এসব দোকানে গভীর রাতে অপরাধীদের আড্ডা জমে। আর সেখান থেকেই তারা প্ল্যান করে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন যেতে না যেতে আবারও এসব স্থাপনা গড়ে উঠেছে। দুই পাশে অবৈধ দোকানপাট থাকার কারণে হাসপাতালের এম্বুলেন্স ও বিভিন্ন গাড়ি পার্কিং করতে যানজট সৃষ্টি হয়। ফলে জরুরি রোগীরা সময় মতো ঢাকায় যেতে না পাড়ায় মৃত্যুসহ নানা ভোগান্তির শিকার হয়। গতকাল শনিবার বিকালে হাসপাতালের গেইটে ও থানার মোড়ে সিএনজি অটোরিক্সা ও টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২ যাত্রী আহত হয়। সীমা আক্তার (২০) ও রুবেল মিয়া (৩০) কে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর যানজট সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


     এই বিভাগের আরো খবর